1. admin@kholanewsbd24.com : admin :
শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হতে হবে : এনামুল হক শামীম ৷ - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুর দখলে টঙ্গীবাজারের ফুটপাত দেওয়ানগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারন ও পুনরায় তফসিল ঘোসনার দাবী প্রধানমন্ত্রীর কাছে শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার আকুল আকুতি টঙ্গীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনি নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা দায়ের আসামী পলাতক পিরোজপুরে এখন টেলিভিশনের প্রতিনিধির আত্মহত্যার চেষ্টা ঠাকুরগাঁওয়ে ৫ টাকার হাট’ হাসি ফুটিয়েছে সুবিধা বঞ্চিত মানুষের মুখে ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালিন আর্থিক সহায়তার চেক বিতরণ

শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হতে হবে : এনামুল হক শামীম ৷

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিজেদের (শিক্ষার্থী)কে মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মেও মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় আগামী নির্বাচন বিষয়ে চিন্তা করি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামের প্রতিষ্ঠত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুনের সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মাইনুর রহমান, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী, শিক্ষার্থী মারুফ হাসান, ইশরাত জাহান মীম প্রমূখ।
এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমাদের শিক্ষার্থীরা সৌভাগ্যবান তারা জননেত্রী শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছে। প্রধানমন্ত্রীর কারণেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। তিনি দেশের নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা