মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধিঃ
গত বুধবার (১লা সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন বড়লেখা উপজেলার তেরাদরম এলাকার বাসিন্দা ও গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর স্কুল এন্ড কলেজের শিক্ষক মাও আয়বুর রহমান।
এখনও পর্যন্ত ঘাতক গাড়ি কিংবা চালক কাউকে পাওয়া যায়নি। লাল রংয়ের একটি পালাসার মোটরসাইকেল নিয়ে তিনি বিয়ানীবাজার থেকে তার বাড়ি মুখি অর্থাৎ বারইগ্রাম বাজার দিকে যাচ্ছেন। ধারনা করা হচ্ছে এই সময়ে বিপরীত দিক থেকে আসা কোন গাড়ির ধাক্কা তিনি পড়ে যান এবং ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মাথায় বেশিভাগ অংশ থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
স্থানীয়রা বলছেন ঘটনাস্থলের পাশে সড়ক ভেঙ্গে বিশাল আকৃতির গভীর একটি গর্ত হয়েছে। গর্তের কারনে রাস্তার এক তৃতীয়াংশ অংশ অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ঝুকিপূর্ণ বাঁকটিতে এমন মারাত্মক গর্তের কারনে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে প্রায়ই ধাক্কা লাগে। এ পর্যন্ত অনেকেই আহত হয়েছেন।