নিজস্ব প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আশুলিয়া বাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শম্ভু চন্দ্র সরকার।
শুভেচ্ছা বার্তায় বলেন তিনি বলেন, ধর্ম হলো যার যার, উৎসব হলো সবার। শারদীয় দূর্গা পূজা সকল সম্প্রদায়ের মাঝে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ- শান্তি ও আনন্দ। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সম্মিলীত ভাবে উপভোগ করতে পারি। আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
কোন বৈষম্য যেন এই উৎসবকে নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য স্থানীয় প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন; বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্তের দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসাহ উদ্বিপনার মধ্যদিয়ে পালন করে থাকেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি ঘোষণা করেছেন ধর্ম হলো যার যার, উৎসব হলো সবার। তাই সামাজিক উৎসবকে প্রাধান্য দিয়ে এবার দুর্গোৎসবে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে।
দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, দেশের সকল সাম্প্রদায়িক শক্তি, জনগোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।
এসময় তিনি ঢাকা ১৯ আসনে এমপি সাভার আশুলিয়া গণমানুষের নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারীকে ধন্যবাদ জানান।