এস আর টুটুল এম এল- তানোর (রাজশাহী) প্রতিনিধি:
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দূর্গাপুজা মণ্ডপে-মণ্ডপে শিল্পীরা দিন-রাত প্রতিমা তৈরির করেছেন। শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়কূটা, কাদা মাটি ও পাট দিয়ে তৈরি করছেন শারদীয় দূর্গাপুজার প্রতিমা। কোনো কোনো মন্দিরে আউড় (খড়) দিয়ে মুর্তি তৈরির প্রাথমিক কাজ করছেন- কোথাও মাটি দিয়ে আউড়ের ওপর আবরণ দিচ্ছেন শিল্পীরা।
তানোর উপজেলার বিভিন্ন মন্দিরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এখন বাঁকি রংতুলির ছোঁয়া দিয়ে প্রতিমা সাজিয়ে তুলার, এটি করলেই হয়ে যাবে দূর্গাপূজার জন্য প্রতিমা তৈরির পুরো কাজ।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারেও উপজেলা জুড়ে প্রায় ৫৩টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজাতে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তানোর থানা প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুত্তি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
তানোর সদর শিবতলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি শ্রী পরেশ কুমার দাস বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। ইতিমধ্যে আমরা দূর্গাপুজার প্রতিমা তৈরির কাজ শেষ করেছি, এখন শুধু রং করলেই প্রতিমার পুরো কাজ সম্পূর্ণ হবে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব বলেন, হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা, আর এই দূর্গাপুজা পালন করতে হিন্দু সম্প্রদায়ের যেন কোন অসুবিধা না হয় কোনো অসাধু সাম্প্রদায়িক অপশক্তি যেনো হামলা করতে না পারে সেজন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।