শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলা ভূমি অফিসের পাশের সড়কের মাঝখানে বিরাট এক রেইনট্রি (কড়ই) গাছ থাকায় সাধারণ জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে গাড়ি তো দুরের কথা এমনকি রিক্সা-মোটর সাইকেলও যেতে পারছেনা। একারণে, গাছটি কর্তনের দাবিতে ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম জুয়েল প্রায় ৪০জন বাসিন্দার স্বাক্ষর নিয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সুপারিশ নিয়ে একটি লিখিত আবেদন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
আবেদনকারী ও ভূক্তভোগী জহিরুল ইসলাম জুয়েল জানান, অনেক বছর ধরে শরীয়তপুর পৌরসভার পুরাতন হাসপাতাল রোড (ভূমি অফিস সংলগ্ন) এলাকার সড়কের মাঝে একটি রেইনট্রি (কড়ই) গাছ থাকায় স্থানীয় প্রায় ৪০টি পরিবারের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখান দিয়ে এম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। এর আগে কয়েকটি বাড়িতে আগুন লাগে তখন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ওই সড়ক দিয়ে রিক্সা-মোটর সাইকেলও ঠিকমতো যেতে পারছে না। তাই আরও বড় যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই ওই গাছটি কর্তন করে সড়ক চলাচলের উপেযোগী করার দাবি এলাকাবাসীর। এ কারণে ওই এলাকার ৪০টি বাড়ির সদস্যদের স্বাক্ষরিত ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র সুপারিশ নিয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইয়ের বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে।
এব্যাপারে ওই এলাকার মামুন, মাকসুদ, মাহমুদা, নাজমা সহ ভূক্তভোগী অনেকেই বলেন, ওই রেইনট্রি (কড়ই) গাছটির জন্য কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। রিক্সাও আসতে পারে না। মাঝে মধ্যে কেউ অসুস্থ হলে এম্বুলেন্স আসতে পারে না রোগী নেওয়ার জন্য। এরআগে আগুন লেগে কয়েকজনের ঘরবাড়ি পুড়েছে। কিন্তু গাছটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে নাই। তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে গাছটি কর্তনের (অপসারণ) দাবি জানাচ্ছি।
এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। অচিরেই জনদুর্ভোগ দূর করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।