শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের আহবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (সাবেক শরীয়তপুর সরকারি কলেজ) ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা (মাক্স ও হ্যান্ড স্যানেটাইজার) সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী ও সাধারন সম্পাদক রাসেল জমাদ্দারের নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচি করা হয়। এসময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়াও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করা হয়।