শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজান মোহাম্মদ খানের নির্বাচনী সভায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার নৌকার সমর্থনে বক্তৃতা দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মাস্টার মজিবুর রহমান খানের বিরুদ্ধে হুমকি-ধামকি ও নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ডোমসার বাজার খান মাকের্টে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান খান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী মাস্টার মজিবুর রহমান খান অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজান মোহাম্মদ খানের সমর্থকরা হামলা করে আমার কর্মী আমির হোসেন মুন্সি, রুবেল ফকির, মান্নান খান, জাহাঙ্গীর মাদবর, আঃ হাই শেখ, মুল্লুক চান, আজাহার বেপারী, শাহজাহান চৌকিদার, খলিল মৃধা, আলী হোসেন মুন্সি ও শাহজাহান মাদবর সহ অনেক’কে আহত করেছে। আর নির্বাচনী অফিস, মার্কেট ও বাড়ীতে হামলা করেছে। তিনি আরও বলেন, গত ১ নভেম্বর ভর্তাইসার স্কুল মাঠে উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার প্রকাশ্যে হুমকি দিয়েছে; ভোট কেটে নিয়ে যাবে। কোন কর্র্মীকে মাঠে নামতে দিবেনা। এছাড়া আমার পোস্টার ছিড়ে ফেলছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানাই। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ আঃ হামিদ খান, আলহাজ গিয়াস উদ্দিন খান, আলহাজ আবু সিদ্দিক ঢালি, আজাহার মাদবর ও দেলোয়ার হোসেন মোল্যা প্রমুখ।