সোহানুর রহমান, বকশীগঞ্জ, জামালপুর।
রূপসী বাংলার যত বহতা নদীর কূল,
পলি উর্বর সেই ধারে শরতের কাশফুল।
যেন ভাঙা গড়ায় জাগা নতুন দিনের ডাক,
তাই সাদা ফুলে সাজে মেঘে ঢাকা বাক।
রূপা আমন ধানে ঢেউ খেলে উদাসী পবন,
শেফালি,শিউলি জাগায় বাগিচা আর বন।
আকাশে তুলোর মতো ভাসে সাদা মেঘ
আদিগন্ত নয়া সবুজ কেড়ে নেয় আবেগ।
যত উল্লাসে মেতে উঠে দুরন্ত কৈশোর,
পায়ে পায়ে চপলতা গানে জয় সুর।