এম সোহাইল চৌধুরী সিনিয়র প্রতিনিধি।
লক্ষীপুর কুশাখালী ইউনিয়ন প্রবাসীর কবির স্ত্রী আখি আক্তার টাকা-পয়সা স্বর্ণালংকার নিয়ে উধাও
প্রবাসীর কবির স্ত্রী আখি আক্তার স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আজ শুক্রবার ১০- সেপ্টেম্বর ২০২১ ইং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা অধীনে ১৮ নং কুশাখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছিলাদি আলিমুদ্দিন খলিফার বাড়ি থেকে গত রবিবারের সকাল বেলায় ফরেন পোশাক স্বর্ণ অলংকার টাকা-পয়সা নিয়ে বাপের বাড়ি চলে যান। দুইদিন পরে আখি আক্তার মা বলেন আপনাদের বউ আসছি। প্রবাসী কবির মা বলেন, আমাদের বাড়ী থেকে সে বাবে বাড়ি চলে যান। যারা স্বামীর ঘর থেকে পালিয়ে যায় প্রেমিকের হাত ধরে তাদেরকে যেন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস রইলো এলাকাবাসীর, বর্তমান দেশের যে পরিস্থিতি বিয়ের পর স্বামীর ঘর ছেড়ে চলে যায়।
এসময় প্রবাসী কবির মা বলেন আমার ছেলে বউ বাবে বাড়িতে যাও সময় স্বর্ণালংকার নিয়ে চলে যা দুইদিন পরে আখি আক্তার মা বলেন, আপনাদের বউ আসছি। প্রবাসী কবির মা বলেন, আমাদের বাড়িতে আসে না এদিকে আত্মীয় স্বজন সকল বাড়িতে খুঁজে খবর নিলে তাকে পাওয়া যায়নি। এদিকে খোঁজ খবর নিয়ে জানা যায় পাঁচ ভরি স্বর্ণ ১০ লক্ষ টাকা তার ব্যাংক একাউন্টে ছিল। প্রবাসীর স্ত্রী আখি আক্তার প্রেমিকের হাত ধরে চলে যায়। এদের বিরুদ্ধে সত্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
গোপন সূত্রে জানা যায় এলাকাবাসীর কাছ থেকে প্রবাসী কবিরের স্ত্রী আখি আক্তার তিনি পরকিয়া প্রেমের সাথে জড়িত। বিয়ের আগ থেকে পরকিয়া প্রেম ছিল। প্রেমিকের হাত ধরে চলে গেছে। যারা অন্যের ঘর ভাঙ্গি আরেকজনের হাত ধরে চলে যায় এই সকল নারীদের কে যেন দ্রুত টার্মিনালে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়ে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন কবিরের মা অভিযোগে সূত্রে জানা যায় আখি আক্তার ফ্রম পোশাক টাকা-পয়সার স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায় আমার ছেলের সংসার ভাঙ্গে অন্যের হাত ধরে চলে যাবে ভালো কথা টাকা-পয়সা নিয়ে গেল কেন।
এদেরকে বিচারের আওতায় আনলে সত্যিকারি আর কোন সংসার ভাঙ্গি চলে যেতে পারবে না। নারীদের অগ্রাধিকার দেওয়ার কারণে তারা স্বামীর ঘর থেকে উধাও হয়ে যায় প্রেমিকের হাত ধরে।দুজনকে বিচারের আওতায় আনতে হবে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হকের সাথে কথা বলার সময় তিনি বলেন আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সত্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কতদিন পলাইয়া থাকবে একদিন আসতে হবে।