ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” – এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা কনফারেন্স রুমে রামপাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও ওয়ার্ড ভিশনের সহযোগীতায় জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা, গণস্বাক্ষর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরৎ জাহান, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, রামপাল এপি শিশু ফোরামের সভাপতি লোকমান হেকিম ইমন, এপি যুব ফোরামের সভাপতি তুমি বিশ্বাস।
ওয়ার্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার ইয়ুথ এমপাওয়ারড ফ্রান্সিস মন্ডল, রামপাল এপিসির সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, মানিক হালদার, ফিলিপ আরিন্দা, আবেদা সুলতানা, লিপি পাণ্ডে, নিপা সরকার, শিশির বিশ্বাস প্রমূখ। রামপালে শিশু সপ্তাহ উপলক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের উপস্থিতিতে শিশুদের ভবিষৎত সম্পর্কে উন্মুক্ত অব্যক্ত জানতে চান। শিশুদের বেড়েওঠা ও নানান প্রতিকূলতার বিষয় করনীয় সম্পর্কে নানাবিধ পরামর্শ ও দেন তিনি।