মীযান মুহাম্মদ হাসান
গাজীপুর সদর প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত গাজীপুর জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আজ এ প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
আজ সকাল নটা থেকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ের অন্তর্গত নয়নপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে কভিড ১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়।
এ সময় বাদ পড়া কওমি মাদরাসাশিক্ষার্থীদেরও বেলা বারোটায় উপস্থিত হতে দেখা গেছে।
তারা পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর পেপসি গেইট দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী।
স্বাস্থ্য সহকারী মতিউর রহমান হিরণ জানিয়েছেন, কোনো কারণে বাদ পড়া কিংবা অসুস্থতার কারণে দু একদিনের ব্যবধানে বাদ পড়া স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও আজ কভিড ১৯ এর দ্বিতীয় ডোজ ফাইজার টিকাটি দেওয়া হবে।
টিকা গ্রহণ করতে আসা শিক্ষার্থী রাফিদ হাসানকে টিকা গ্রহণের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে, সে জানিয়েছে, আমরা টিকা গ্রহণের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারব বলে আশা করছি। এজন্য আমরা সরকারি বিধি মেনে টিকা গ্রহণ করছি। আমরা সুস্থ জীবন যাপন করতে চাই। টিকা গ্রহণের মাধ্যমে তা সম্ভব হবে বলে মনে করি।