ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি :
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় ৩ দিনব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার(৩১ অক্টোবর) সকালে এ অবরোধ কর্মসূচি পালন করতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে হয়ে ঐতিহ্যবাহী আরামনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিল শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় তিনি বলেন “লড়াকু সৈনিকেরা কোনদিন ঘরে বসে থাকতে পারেন। রণাঙ্গনের ময়দান থেকে যদি কেউ পলায়ন করেন ইসলামে বলেছে তার মত মোনাফিক নেই”।
বিক্ষোভ মিছিলের পর এ পথসভায় এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।