স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
রংপুরের নারী সাংবাদিক আফরোজা সরকারের ওপর ক্লাবের অভ্যন্তরে বহিরাগতদের হামলা, শ্লীলতাহানী ঘটনায় ৪দিন পর পুলিশ মামলা (নং ৮৩) করেলো। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
হামলার ঘটনায় আফরোজা বাদী হয়ে গত ৪ দিন আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গতকাল জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের ফেসবুক আইডিতে দেয়া পোস্টের কমেন্টসে আফরোজার সংগঠিত নির্মতার করুণ চিত্রের কথা তুলে ধরেন তিনি বলেন, এক পর্যায়ে হায়েনারা তাকে লোহার চেয়ার দিয়ে পিটিয়ে এবং সেলোয়ার- কামিজ ধরে টানাটানি করে ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়।
আফরোজা সরকার দৈনিক আমাদের অর্থনীতির রংপুর প্রতিনিধি ছাড়াও আন্তর্জাতিক ১৯’র রংপুর অঞ্চলের সমন্বয়কারী। রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির রংপুর জেলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অপরাধী যেই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। (সংবাদ বিজ্ঞপ্তি)।