মেহেদী হাসান।
বিশেষ প্রতিনিধি।
যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রূপন কুমার সরকার পিপিএম সাহেবের নেতৃত্বে ২৬ আগস্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ০৪.৩০ ঘটিকার সময় ডিবি’র চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/মোঃ ইদ্রিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন নাজির শংকরপুর চাতালের মোড় আশরাফ হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ১. মোঃ আশানুর রহমান @ আশান (৩৩) যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গয়ড়া গ্রামের তাছিম মোল্লা @ আলতাফ মোল্লার ছেলে, ২. মোঃ ইব্রাহিম মিয়া @ বাবু (৩২) যশোর জেলার কোতয়ালী থানা এলাকার শংকরপুর চোপদারপাড়া আকবারের মোড় পাঁকার মাথা গ্রামের মোঃ আব্দুল খালেক মিয়ার ছেলে।
তাহাদের বিরুদ্ধে যশোর জেলার ডিবি’র এসআই (নিঃ)/মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।