যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)
যশোর সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের নওয়াব আলীর খেজুর বাগান মোড় থেকে ঘুরুলিয়া এলজিইডি সড়কের দু’পাশে থাকা দীর্ঘদিনের ৫টি রেন্ট্রি গাছ একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে জনগনের সামনে কেটে নিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এরাকাবাসী হতামা প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রেগুলো বলেছে, গত ২৯ অক্টোবর শুক্রবার সকাল থেকে একটি প্রভাবশালী চক্র এলজিইডি ঘুরুলিয়া সড়কের দু’পাশে অবস্থিত প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৫টি রেন্ট্রিগাছসহ বিভিন্ন গাছ কেটে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, গাছ গুলো উপজেলার শেখহাটি মোল্যাপাড়ার আসলামের ছেলে আশরাফুল ইসলাম কিনেছেন।
এ ব্যাপারে তাল বাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি খবর পেয়ে ৪নং নওয়াপাড়া ইউনিয়নের মেম্বার রিপনের নাম্বারে ফোন দিলে তিনি তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের পুলিশকে বলেন, কিন্তু গাছ কাটা ঠেকানো যায় নি। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে রেন্ট্রিগাছ কাটা হয়েছে। উক্ত গাছ বৈদ্যুতিক খুঁটির জন্য হুমকি স্বরুপ।
তবে গাছ পুলিশের হেফাজতে থাকার কথা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে রিপন মেম্বারের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, উক্ত স্থানে রেন্ট্রি গাছ পাশ্ববর্তী জমির ক্ষতি হওয়ায় গাছ কাটার পরিকল্পনা হয়। গাছ কাটার সময় পল্লী বিদ্যুতের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত ৫টি গাছের মূল্য ১৩ হাজার টাকার বেশী হবে বলে তিনি জানান।