সাদেকুল ইসলাম ( স্টাফ রিপোর্টার)
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় অভিযান চালিয়ে ২ জুয়ারিকে বিপুল অর্থ সহ আটক করেছে পুলিশ।
এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আটক কৃতদের নাম পরিচয় জানা যায় পৌর শহরের ৫ নং ওয়ার্ডের আবু তালেবের ছেলে শরীফ (২৫) ও তার সহযোগি স্থানীয় পৌর শহরের ২ ওয়ার্ডের জালাল উদ্দীন এর ছেলে রাসেল (৩২)
পুলিশ পরিদর্শক তদন্ত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২ জুয়ারিকে আটক করা হয়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ অর্থ ১১৩৭০০ জব্দ করা হয়।ফুলবাড়িয়া থানার পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, আটক ২ জুয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি এলাকাবাসির আন্তরিক সহযোগিতা চেয়ে আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে সদা তৎপর আছে।