ময়মনসিংহ প্রতিনিধি) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জসিম উদ্দিন আহমেদ (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।
তিনি বৃহস্পতিবার (৫ আগস্ট)দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।
এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।