1. admin@kholanewsbd24.com : admin :
ম্যারাডোনাকে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার ঠাকুরগাঁওয়ে কৃষি যন্ত্রাঅংশের মাধ্যমে বোরো ধান কাটা মাড়াই করছেন ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে যুবক খুন, তদন্তে মাঠে পুলিশ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স অনুষ্ঠিত হয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের মায়ের ইন্তেকাল সিআইডি প্রধানের সাথে Mr. Ryu কান্ট্রি ডিরেক্টর,KOICA, বাংলাদেশ এর সাক্ষাৎ জামালপুরে জমি বেদখলের পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ব্লাস্টের আয়োজনে অধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

ম্যারাডোনাকে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ

প্রশাসন
  • সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৩১ বার পঠিত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করা হয়েছে। তার চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে এ অভিযোগ। অভিযোগ প্রমাণ হলে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে তাদের। খুনের অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তদের আর্জেন্টিনা ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।

গত ২৫ নভেম্বর ৬০তম জন্মদিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবলের জাদুকর হিসেবে জনপ্রিয় ম্যারাডোনা। এর দুই সপ্তাহ আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

১৯৮৬ বিশ্বকাপ জয় ও ব্যক্তিগত বিভিন্ন কাণ্ডকীর্তির কারণে তুমুল আলোচিত এ ফুটবলারের মৃত্যুর ঘটনাটি অস্বাভাবিক হিসেবে অভিযোগ ওঠে। এরপর আর্জেন্টিনার সান ইসিদরো অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করে।

কয়েক মাস তদন্তের পর আদালতে জমা দেওয়া প্রতিবেদনে সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন প্রসিকিউটররা। তাদের মধ্যে আছেন ম্যারাডোনার নিওরোসার্জন লিওপোলদো লাক, সাইক্রিয়াট্রিস্ট অগাস্টিনা কোসাচভ, সাইকোলজিস্ট কার্লোস ডায়াসসহ আরও একজন চিকিৎসক, দু’জন নার্স ও একজন নার্স কোঅর্ডিনেটর।

বিচারিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ম্যারাডোনাকে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় অপর্যাপ্ত মনোযোগ ছিল, যা তার ‘যন্ত্রণায়দায়ক সময়কে দীর্ঘায়িত’ করে। এতে উল্লেখ করা হয়, ‘বেশ কয়েকটি অনিয়মের ফলে ঘটনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।’

আগামী ৩১ মে থেকে ১৪ জুন পর্যন্ত অভিযুক্তদের সাক্ষ্য নেওয়া হবে। এর আগে ম্যারাডোনার পাঁচ মেয়ের দু’জনও লিওপোলদো লাককে দায়ী করে অভিযোগ দায়ের করেছিলেন। অবশ্য প্রসিকিউটররা এও উল্লেখ করেন, তারা বিশ্বাস করেন চিকিৎসকদের অবহেলায় ম্যারাডোনার মৃত্যু ঘটেনি, বরং তারা জানতেন তিনি মারা যাবেন, কিন্তু প্রতিরোধে তারা কিছুই করেননি।

এর সপক্ষে তারা এমন কিছু মেসেজ ও অডিও পেয়েছেন, যেখানে নিশ্চিত হওয়া গেছে, মারা যাওয়ার শেষ মাসেও ম্যারাডোনা অ্যালকোহল ও মারিজুয়ানা নিয়েছেন বলে চিকিৎসকরা জানতেন। মূলত ম্যারাডোনার ‘জীবন ঝুঁকির চিহ্ন’ দেখেও কিছু না করাই চিকিৎসায় জড়িতদের মূল দায় বলে মন্তব্য করেন প্রসিকিউটররা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা