নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
বারনই নিউজের ব্যুরো চীফ সাংবাদিক হাফিজুুর রহমান হাফিজের পিতা আব্বাস আলী আজ রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার সময় মৌগাছি বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনন) আমরা মরহুমের আত্বার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিরাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন- আমিন।
মরহুমেরর নামাজের জানাযা বাদ আছর নিজ বাসভবন বিদিরপুরে অনুষ্ঠিত হবে। বারনই পরিবার গভীর ভাবে শোকাহত।