1. admin@kholanewsbd24.com : admin :
মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের মৃত্যু - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের মৃত্যু

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় ফরহাদ হোসেন (২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ইউসুফ আলী (২০) নামে পুলিশের আরেক সদস্য।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া সরকার মার্কেট এলাকার মেডলার এ্যাপারেলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি ৭ম (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এপিবিএন ক্যাম্প আশুলিয়ার ইপিজেডে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এছাড়া আহত পুলিশ কনস্টেবল ইউসুফ আলী বগুড়া জেলার গাবতলি থানার হাটখোলা এলাকার মুখলেস মিয়ার ছেলে। তিনি বর্তমানে জামগড়ার ডক্টরস হসপিটালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৭ম এপিবিএন পুলিশের দুইজন কনস্টেবল মোটরসাইকেল যোগে আব্দুল্লাহপুর থেকে ইপিজেড পুলিশ ক্যাম্পে যাওয়ার পথে জামগড়া সরকার মার্কেট এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পুলিশের কনস্টেবল ফরহাদ হোসেন নিহত হন ও আহত হন ইউসুফ আলী নামে অপর এক পুলিশ কনস্টেবল। আহত পুলিশ কনস্টেবল ইউসুফ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, নিহত ফরহাদ হোসেন মোটরসাইকেল যোগে আব্দুল্লাহপুর থেকে ইপিজেড এপিবিএন পুলিশ ক্যাম্পে যাওয়ার পথে ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাথে থাকা আহত ইউসুফ আলী তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা