মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোঘলাবাজার থানায় চেক প্রতারণা মামলায় এক লন্ডন প্রবাসীর এক বছরের কারাদন্ড ও ৬৯ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালত এ আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, এসএমপি’র মোঘলাবাজার থানার রেঙ্গা হাজিগঞ্জ সৈয়দাবাদের মৃত হাফিজ নূরুল ইসলামের ছেলে লন্ডন প্রবাসি মোঃ মনছুরুল হক। তিনি বর্তমানে পলাতক থাকায়, তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন আদালত সূত্র।
আদালত সূত্র জানায়, ব্যাবসায়িক সূত্রে মামলার বাদী ডাঃ সালেহ আহমেদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেন লন্ডন প্রবাসী মোঃ মনছুরুল হক। পরবর্তিতে ওই প্রবাসী কথা মতো টাকা পরিশোধ করতে না পেরে তার নিজ নামীয় একাউন্টের চেক প্রদান করেন। কিন্তু ঐ প্রবাসীর একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এর পরিপ্রেক্ষিতে ডাঃ সালেহ আহমেদ সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালতে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার শুনাণী ও সাক্ষি এবং প্রমাণ যাচাই-বাছাই শেষে বাদী পক্ষের আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ বছরের কারাদন্ড ও চেকে বর্ণিত সমপরিমাণ ৬৯ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন আদালত।