মোঃ সাহাজুদ্দিন সরকার স্টাফ রিপোর্টার ৷
১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ,যুবলীগের কাশিমপুর থানার সভাপতি পদপ্রার্থী ,সাবেক ১নং ওয়ার্ড সভাপতি ছাত্রলীগ মোঃ শওকত ইমরান মোল্লা কাশিমপুরে বসবাসরত সকল পেশাজীবি মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ৷তিনি আরো বলেন গত দুই বছর যাবত ঈদ আসছে এক ভয়াল মহামারী করোনাভাইরাসে আতংক নিয়ে ৷তাই তিনি সকলকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্সথবীধী মেনে কোরাবানী করার জন্য অনুরোধ করেছেন ৷ কোরবানী হচ্ছে একটি ত্যাগের মহিমায় শিক্ষা ৷আমরা বনের পশুর সাথে মনের পশু কে মেরে ফেলাই উত্তম কাজ ৷আমরা সকলে মিলেমিশে ঈদের উৎসব পালন করব কিন্তু স্বথবিধি মেনে ৷কাশিমপুর থানার সকলের সুস্থতা কামনা করে এবং নিজের জন্য দোয়া কামনা করেন