বরগুনা জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম
দুই জনে প্রেম চলে চার বছর সেটা জানতে পারে মা-বাবা এবং আত্মীয়রা জানার পর বিয়ে ঠিক করে অন্য পত্রের সাথে ঠিক সেদিন পালিয়ে যায় প্রেমিকার সাথে গিয়ে উঠে ছেলের(প্রেমিকা) বাড়ি তার মা বউ হিসেবে মেনে নেন মেয়ে পক্ষ জোর করে নিয়ে আসে কিন্তু পারলো না শত কিছুর পরেও আবার পাঁচ দিন পর সেই ছেলের সাথে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদেশ্য রওনা হয় কিন্তু পাশের গ্রামে যেতে না যেতেই আবার ধরা পরে যায় আসে পুলিশ নিয়ে যাওয়া হয় থানায়।