নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচম কমিশন।
দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
এদিকে আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক, এলকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব-জনদরদি যুবলীগ নেতা হাবিল রানা ১নং ওর্য়াড মেম্বার পদপ্রার্থীতা ঘোষণা করেছেন।
জানা গেছে ২৯ সেপ্টেম্বর (বুধবার) নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। আগামী ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে, বৈঠকে অন্যান্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল৬ ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
জানা গেছে আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি, এলকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব, জনদরদি যুবলীগ নেতা হাবিল রানা ১নং ওর্য়াডের মেম্বার পদপ্রার্থীতা ঘোষণা করেছেন।
তিনি গনমাধ্যমকর্মীদের জানান, আমি ৬নং কামারগাঁ ইউনিয়নের ১নং ওর্য়াডকে মাদক ও সন্ত্রাস মুক্ত ওর্য়াড হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এবং অত্র-এলাকার সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং কামারগাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য/ মেম্বার পদপ্রার্থীত ঘোষণা করেছি। আমি তানোর-এর মাটি ও গনমানুষের নেতা, তানোর উপজেলা আওয়ামী লীগের চরম দুঃসময়ে রাজপথের অগ্নি ঝরা সংগ্রামের মাধ্যমে গড়ে উঠা তৃনমুলের আস্থাভাজন ও কর্মী বান্ধব আ’লীগ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শের আপোষহীন রাজনৈতীক যোদ্ধা, তানোর- গোদাগাড়ী উপজেলার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের হৃদয়ের মনি, জননেতা গোলাম রাব্বানীর রাজনৈতিক হাতকে শক্তিশালী করে, তাঁর পাশে থেকে কামারগাঁ ইউনিয়ন ১নং ওর্য়াডকে একটি আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তুলতে চাই।
আমি ওয়ার্ডের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে রুপান্তিত করতে চাই।
আমি কামারগাঁ ইউনিয়ন চেয়ারম্যান অত্যান্ত সৎ ও ন্যায়-নিষ্টাবান, উদার মনের মানুষ, মোসলেম উদ্দিনের হাতে- হাত রেখে এই অবহেলিত বরেন্দ্র অঞ্চলের কামারগাঁ ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ১নং ওর্য়াডকেও সন্ত্রাস ও মাদক মুক্ত আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তলতে কাজ করব।
আমি অত্র ইউনিয়ন ও ওর্য়াডের নবিন- প্রবিন সর্ব শ্রেণি-পেশার জনগণের নিকট দোয়া-আশীর্বাদ ও ভালোবাসা চাই।