1. admin@kholanewsbd24.com : admin :
মেট্রোরেলের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রশাসন
  • সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৬০ বার পঠিত

রাজধানীর মতিঝিলের কমলাপুরে মেট্রোরেলের সিকিউরিটি গার্ড নয়ন শরীফের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুন) রাত পৌনে ১২ টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানায়,আমরা খবর পেয়ে মতিঝিলের কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসার একটি রুমের দরজা ভেঙে উদ্ধার করি।পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে আমরা স্থানীয় লোকজনের মুখে জানতে পাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের বাসার মালিক রাকিবুল হাসান খান জানান, চলতি মাসে আমার বাসা ভাড়া নিয়েছে। নিহত ব্যক্তি মতিঝিলের মেট্রোরেলের সিকিউরিটি হিসাবে কর্মরত ছিলেন। নিহত রাতে খাবার খেয়ে নিজের রুমে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খুলে না।এরপর পুলিশকে জানানো হয়।পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ী, গোপালগঞ্জ জেলার ,কাশিয়ানি থানার ,তাড়াইল গ্রামের, বাবু মিয়ার সন্তান।বর্তমানে , মতিঝিলের কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসায় ভাড়া থাকত।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা