আজ ৩০ আগষ্ট দেশব্যাপি হিন্দু সম্প্রদায়ের শুভ জন্মাষ্টমী- ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন। এই দিবসে উপবাস, পূজা-অর্চনা ও নামকীর্তনে মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন হিন্দু সম্প্রদায়।
এই উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
তদ্বপোলক্ষে তানোর- গোদাগাড়ী উপজেলার হিন্দু সম্প্রদায়কে শুভ-জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তরুন প্রজন্মের রাজনৈতিক আইকন; মৃদুল কুমার ঘোষ!”