জাকির হোসেন টুটুল- তানোর (রাজশাহী) প্রতিনিধি;
হারবে- দারিদ্রতা, জিতবে- মানবতা!
এই শ্লোগান উদ্বভাসিত করে আজ ১৬ জুলাই. শুক্রবার সকাল ১০-১৫ মিনিটে, মুন্ডুমালা পৌর চত্তরে মানবতার জননী- দেশরত্ন শেখ হাসিনার উপহার শুকনো খাদ্য সামগ্রী- মুন্ডুমালা পৌর এলাকার অসহায়, দুস্থ দরিদ্র ও কর্মহীন (১) এক হাজার পরিবারের মাঝে (১০) দশ কেজি করে চাউল উপহার হিসেবে তুলে দেন জননেতা সাইদুর রহমান।
সন্মানিত মেয়র মুণ্ডমালা পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক মুন্ডূমালা পৌর আওয়ামী লীগ।
এসময় তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তানোর উপজেলার আপমোর জনতার উদ্দেশ্যে বলেন; প্রিয় ভাই- বোন, বন্ধুগণ’ আপনারা সকলেই জানেন যে’ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থীতির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশে কঠোর লকডাউন কর্মসূচি শিথিল করেছেন, এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জন-প্রতিনিধিদের সর্বাত্তক স্বাস্থ্য- বিধিনিষেধ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
এসময় যাতে কোন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা অভাবে মারা না যাই, একজন মানুষুও যেনো অনাহারে না থাকে, সেদিকটা দেখার দায়িত্বও দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা- দেশরত্ন শেখ হাসিনা।
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার জনপ্রতি (১০) কেজি করে শুকনো খাদ্যসামগ্রী সহায়তা নিয়ে আপনাদের মাঝে এসেছি।
আমি আপনাদের দুঃখ্য- কষ্ট বুঝি, এখানে অনেকেই আছেন চক্ষু লজ্জায় সরকারি ত্রাণ বা সাহায্য হাত পেতে নিতে পারেন না, আমি তাঁদেরকে বলছি আপনারা আমার মোবাইল নম্বরে কল দিয়ে যোগাযোগ করবেন। আমি আপনাদের সহযোগিতা করব।
প্রিয় তানোরবাসি আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে জাবেন না। নিয়মিত মাস্ক ব্যবহার করবেন, ২০- ৩০ মিনিট পর, পর সাবান পানি দিয়ে হাত, পাঁ ধৈত করবেন, হাঁচি- কাশির সময় টিস্যু অথবা রুমাল ব্যবহার করবেন, ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট ময়লার ড্রামে ফেলবেন।
জনবহুল স্থান, যমন হাট- বাজার, চায়ের দোকানে আড্ডা দিবেন না।
বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য- বিধিনিষেধ মেনে চলবেন, নিজে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচুন এবং আপনার পরিবারের সদস্যদের বাঁচান, আপনাদের দুঃসময়ে ও যুগেযুগে পাশে ছিলেন, আছেন’ এবং থাকবেন- ইনশাল্লাহ।।
তাং ১৬-০৭-২০২১ ইং