1. admin@kholanewsbd24.com : admin :
মুজিব সে তো স্বাধীনতার নাম - খোলা নিউজ বিডি ২৪
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক হিসাবে মানুষের কাছে পরিচিত লাভ করেছি – নবনির্বাচিত কাউন্সিলর মনির মন্ডল রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত ১২০ কেজি টিসিবির পন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় জনগণের হাতে সালেহা বেগম আটক জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী -সখীপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী তানোরে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত বন্ধ হওয়ার পথে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা দুগ্ধ দিবসে শিশুদের টিশার্ট ও দুগ্ধ বিতরণ করেনি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নারী শিক্ষিকাকে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন ”অপহরণ মামলার ভিকটিম উদ্ধার” জামালপুরে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মুজিব সে তো স্বাধীনতার নাম

প্রশাসন
  • সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

কবিতাঃ- মুজিব সে তো স্বাধীনতার নাম
কলমেঃ- রোকসানা রহমান
১৫/৮/২১ইং

কবির কলম থমকে গেছে,
কলমের কালি হয়েছে রক্তাক্ত।
কি লিখবে? কি লিখবে?
হৃদয় কাঁপে থরোথরো।

হঠাৎ শুনে বুলেটের শব্দ,
জাতির পিতার বুকের রক্ত
পড়ছে অনবরত।

জাতির কিছু পথভ্রস্ট
কুলাঙ্গার এর দল।
ঝাঁপিয়ে পড়েছে,
জাতির পিতার উপর।

জি হ্যাঁ, আমি ১৫ ই আগস্টের,
কথা বলছি।

জাতির পিতাকে সপরিবারে যারা,
বুলেটের গুলিতে হত্যা করেছিলো।
তারা ছিলো না মানুষ !
নরপিশাচ এর জন্ম।

৭ই মার্চের ভাষণ!!
তারা করতে পারেনি বুকে লালন।
১৬ই ডিসম্বরে তাদের আত্মার
হয়েছিলো মরণ।

দেহ ছিলো,,
কিন্তু বেঁচে ছিলো না মনুষত্ব।
তারাই করেছিলো ১৫ আগস্টের,
সেই নির্মম হত্যাকান্ড।

হত্যা করতে গিয়ে তারা,
করতে পারেনি হত্যা,

মুজিব সে তো স্বাধীনতার নাম,
মুছতে পারেনি কোন ষড়যন্ত্রে।
ক্ষণজন্মা মুজিব মোদের,
মহান নেতা তিনি।

তাই তো আমরা তাকে মোদের
জাতির পিতা মানি।
পিতা তুমি মুছে যাবে নাকো,
আমাদের হৃদয় থেকে।

শত শহস্র সালাম রবে,
তোমার পদতলে।
ধন্য তুমি, স্বার্থক তুমি,
তুমি মহান নেতা।

বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়েও,
কমেনি তোমার জনপ্রিয়তা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা