1. admin@kholanewsbd24.com : admin :
মির্জাপুরে মটর সাইকেল চুর চক্রের ০৪ সদস্য গ্রেফতার, - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

মির্জাপুরে মটর সাইকেল চুর চক্রের ০৪ সদস্য গ্রেফতার,

প্রশাসন
  • সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার পঠিত

নিউজ ডেস্ক ;নয়ন সিকদার

মির্জাপুর থানাধীন পাকুল্যা বাসস্ট্যান্ড হইতে আন্তঃজেলা কুখ্যাত মোটর সাইকেল চুর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার ও ০১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।

ইং ৩০/০৯/২০২১ তারিখ এসআই(নিঃ)/মোঃ সজল হক, এএসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মির্জাপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার এবং জরুরী গলফ ৫-১ ডিউটি করাকালীন সময় কুরনি এলাকায় অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কয়েকজন সংঘবদ্ধ চোর মির্জাপুর থানাধীন পাকুল্লা বাসস্ট্যান্ডে জনৈক হারুনের দোকানের সামনে একটি লাল রংয়ের হিরু স্পেস্নন্ডার মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-মানিকগঞ্জ- হ-১১-১৩১৬, চোরাই মোটর সাইকেল বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া-১। সুধীর চন্দ্র দাস (৫৬), পিতা- মৃত-রশিক চন্দ্র দাস , গ্রাম- করটিয়া, কেদারপুর (কাজীবাড়ী), থানা- নাগরপুর, টাঙ্গাইল, ২। মোঃ শহিদুল ইসলাম (৪১), পিতা- আয়নাল মোল্লা , গ্রাম- দেলদারপুর, থানা-চৌহালী, সিরাজগঞ্জ, বর্তমান ঠিকানা : গ্রাম-সাভার বাজার বাসস্ট্যান্ড (ভাসমান, থানা- সাভার, ঢাকা; ৩। মোঃ হেলাল উদ্দিন তালুকদার (৪৫), পিতা- মোঃ নয়ান আলী তালুকদার , গ্রাম- কাজীপুর তালুকদারপাড়া, থানা- টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, ৪। আনন্দ সরকার (৩০), পিতা- বিমল সরকার , গ্রাম- বর্ণী(মধ্যপাড়া),থানা- দেলদুয়ার, টাঙ্গাইলদের কে আটক করেন। আটককৃতদের উদ্ধারকৃত মোটরসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং মোটর সাইকেলের বৈধ কোন কাগজপত্র দেখাইতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহাদের নিকট থাকা উক্ত মোটরসাইকেলটি চোরাই বলিয়া স্বীকার করে এবং বিক্রয় করার জন্য উক্ত স্থানে আসিয়াছিল মর্মে জানায়। উক্ত বিষয়ে মির্জাপুর থানায় মামলা রুজু করতঃ আসামীদের ০২ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রকাশ থাকে যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার ধামরাই , সাভার থানায় এবং মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, সাটুরিয়া থানায় ও টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, দেলদুয়ার, মির্জাপুর থানায় একাধিক মামলা রহিয়াছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা