নিউজ ডেস্ক ; নয়ন সিকদার
মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া-বুধিরপাড়া সড়কের ব্রীজ সংলগ্ন ২০০ মি. রাস্তা বর্ষার পানিতে ভেঙে যায়। মানুষের চলাচল দুর্ভোগ অবস্থার কারণে রাস্তার মেরামত করে দিলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হংকং আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন।জানা যায়, উক্ত এলাকা একটি বিনোদন কেন্দ্র ।
এখানে বর্ষা এলেই প্রতিদিন হাজার হাজার লোকজন এসে ভীড় জমায় আনন্দ উপভোগ করার জন্য। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ গ্রামের ৫-৮ হাজার মানুষ চলাচল করে। উক্ত এলাকাবাসীর এটিই মূল রাস্তা। রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী সহ সাধারণ মানুষের ব্যপক সমাগম। সাধারণ মানুষের কথা চিন্তা করেই আওয়ামীলীগ নেতা নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামত কাজ করে দিলেন। জানা গেছে, রাস্তা মেরামত কাজ করতে প্রায় দেড় লক্ষ টাকার মত লেগেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ লিটন সবসময় সাধারণ মানুষের
পাশে দাঁড়ান। এবারো তার ব্যতিক্রম নয়। কোন সমস্যা নিয়ে গেলে সে কখনো নিরাশ করে না।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ লিটন বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।