নিউজ ডেস্ক ; নয়ন সিকদার
টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মির্জাপুর থানা-পুলিশ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার গোড়াই পালপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করেছে। ওই কিশোরীর কোনো পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোড়াই পালপাড়াতে নুর মোহাম্মদে নামে এক ব্যক্তি জমিতে প্লট তৈরি করে রেখেছেন বিক্রির জন্য। শনিবার সকালে সেই জমিতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে মির্জাপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গায়ে গরম পানি ঢেলে দেওয়ার প্রমাণ রয়েছে। মেয়েটিকে পাশবিক নির্যাতন করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, উদ্ধারকৃত মরদেহটির সুরতহাল করা হয়েছে। তাকে পাশবিক নির্যাতন করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।