মোঃ ইউসুফ আলী খান, স্টাফ রিপোর্টার
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স কোম্পানি শের ই বাংলা নগর এরিয়া অফিসের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ আগষ্ট) দুপুরে মিরপুর শেরে বাংলা নগর এরিয়া অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিরপুর শের ই বাংলা নগর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স কোম্পানির এস ভি পি এন্ড ইনচার্জ হেড অফ ব্রাঞ্চ সার্ভিস ডিপার্টমেন্টের মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির কামরাংঙ্গীচর এজেন্সির ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম , ধানমন্ডি মডেল এজেন্সির ইনচার্জ মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন এজেন্সির এফ এ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ৭৫ এর ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেওড়াপাড়া এজেন্সির এফ,এ হাফেজ মোঃ ফেরদৌস রহমান।