নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
তানোর উপজেলার মুন্ডুলালা পৌরসভায় নকআউট ভিত্তিতে (৮) আট দলের অংশগ্রহনে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ২রা অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯ সময় মুন্ডুমালা পৌর এলাকার টেটনা পাড়া ফুটবল মাঠে- তালুক পাড়া ছাত্র- যুবকসহ গ্রামের প্রবিন ময়মুরুব্বিগণের আয়োজনে একদিন ব্যাপী ফুটবল খেলার উদ্বোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
উদ্বোধনি অনুষ্টানে মেয়র সাইদুর রহমান তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক মুক্ত নতুন প্রজন্ম গড়ে তুলার লক্ষে আগামীর নতুন প্রজন্মের বিভিন্ন বিনোদন ও নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে মাদকাসক্তিতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকারক দিক থেকে বিরত রাখতে সবাইকে বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠান ও খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র আতাউর রহমান,
মুন্ডুমালা পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক রুবেল শেখ,
ছাত্রলীগ নেতা অপূব হলদার, আব্দুস সালাম সাধারন সম্পাদক ১নং ওয়ার্ড আওয়ামীলীগ।
আব্দুর রশিদ সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ,
সাদিকুল ইসলাম সাধারন সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ,
জনাব লতিফ সরদার ও নওসের মোড়ল সমাজসেবক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, হাবিবুর রহমান সাবেক কাউন্সিলর ১নং ওয়ার্ড, মোস্তাফিজুর রহমান বাবু সরকার সাবেক কাউন্সিলর ১নং ওয়ার্ড। নজরুল ইসলাম সাবেক কাউন্সিলর ৯নং ওয়ার্ড ও সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ।
বাবলু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর, মিজানুর রহমান বুলবুল প্রমুখ।