তানোর (রাজশাহী) প্রতিনিধি; এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯-০০ সময় নারায়নপুর চাতরা ক্লাবের আয়োজনে নারায়নপুর দ্বিতীয় উচ্চবিদ্যালয় মাঠে সারা দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালন্দ ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি, আবুল কাশেম।
খেলা শেষে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, মাদক মুক্ত যবক- যুবা সমাজ গঠন এবং দেশ ও জাতিকে ভয়াবহ মাদকাসক্তিতা থেকে রক্ষায় বিনোদন মূলক অনুষ্ঠান ও খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তিতা, সন্ত্রাস- জঙ্গিবাদসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকারক পাপজি গেম আসক্তিতা থেকে ফিরাতে, তাদেরকে বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান ও খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালন্দ ইউপি সদস্য হাশেম আলী, আবুল হাসান, ওয়ার্ড নির্বাচনী কমিটির আহবায়ক মহিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম রানা, ওয়ার্ড যৃুবলীগের সদস্য খলিলুর রহমান, আসলাম উদ্দিনসহ ইউপি এলাকার নারী- পুরুষ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে ওয়ান (ডে ফুটবল টুর্নামেন্ট) খেলায় নকআউট পদ্ধতিতে ৮টি দল অংশগ্রহন করে।
এতে কালনা ফুটবল দল চ্যাম্পিয়ন ও ইলামদহী ফৃুটবল দল রানার্স-আপ হয়।