প্রতিমা দাস,পবিপ্রবি প্রতিনিধিঃ
মৃৎশিল্প বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী শিল্প। যুগ যুগ ধরে বাংলার এ ঐতিহ্যকে ধরে রেখেছে কিছু কুমোর পরিবার। শিল্পের প্রসারতার সাথে সাথে যাদের জীবিকার উৎস হচ্ছে এই শিল্প। কিন্তু ভয়াবহ মহামারি পরিস্থিতিতে মাটির তৈরি জিনিস বিক্রি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছে এই জনগোষ্ঠী।
পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত বাউফল উপজেলার বগা ইউনিয়ন, কনকদিয়া ইউনিয়নসহ বেশ কিছু ইউনিয়নে কুমোর পরিবারের বসবাস। যারা মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র, খেলনা, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনার প্রকোপে তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে কনকদিয়া ইউনিয়নের এক মৃৎশিল্পী বাদল চন্দ্র পাল বলেন,”করোনার কারণে ব্যবসা প্রায় বন্ধ বললেই চলে। শোচনীয়ভাবে দিন কাটাতে হচ্ছে। হতাশায় ভুগছে কুমোররা।”
বাংলার এ ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে, সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে এসকল দক্ষ, পরিশ্রমী মানুষের প্রতি। অন্যথায়, কালের বক্ষে হারিয়ে যাবে এ শিল্প, বাঙালি হারিয়ে ফেলবে এই অমূল্য ঐতিহ্য।