মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা শনিবার সন্ধ্যা (৩০ অক্টোবর) মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ভাতালিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় মহানগর বিএনপির অন্তর্গত মেয়াদোত্তীর্ণ ২৭টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনগণের চরম ভোগান্তিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় সভা তীব্র সমালোচনা করে এবং ক্ষোভ প্রকাশ করে। এ জন্য সরকারের ভিতরে থাকা বাজার সিন্ডিকেটকে দায়ী করা হয়। সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহব্বু প্রমুখ।