1. admin@kholanewsbd24.com : admin :
মর্জিনা বেওয়ার কুড়ে ঘরে মানবেতর জীবন যাপন! - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

মর্জিনা বেওয়ার কুড়ে ঘরে মানবেতর জীবন যাপন!

প্রশাসন
  • সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১১ বার পঠিত

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি;
এস. আর. টুটুল. এম. এল!

রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মর্জিনা বেওয়া সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা তার (সত) চাচার সাথে লঞ্চে করে রাজশাহী শহরে আসেন। পরিকল্পিত ভাবেই তার- সত চাচা, তাকে রাজশাহী শহরে- তৎকালীন কল্পনা সিনেমা হল এলাকার পাচানি মাঠ সংলগ্ন এতিম খানার বারান্দায় ছেড়ে চলে যায়। সারা রাত্র সেখানে সে একাকী রাত্রি কাটায়। এমত অবস্থায় রাজশাহী লক্ষীপুর শহরের শুনামধন্য ব্যবসায়ি- কন্টাকটার এমাজউদ্দিন তাকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। কিছু দিন সেখানে অবস্থান রত অবস্থায় তার ওপরে শুরু হয় অমানষিক নির্যাতন ও অত্যাচার, এক পর্যায়ে মর্জিনা বেওয়া এমাজউদ্দিন কন্টাকটারের বাড়ি থেকে পালিয়ে চলে যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার বাড়িতে। সেখানে এএইচএম কামরুজ্জামান হেনার বড় চাচত ভাই (বাণী মিয়া) ও তার স্ত্রী, মর্জিনাকে আশ্রয় দেন। তখন তার বয়স ছিল আনুমানিক আট থেকে দশ বৎসর। এখানেই মর্জিনার কিশোরবেলা ও যৌবন কাল অতিবাহিত হতে থাকে। এক পর্যায়ে এএইচএম কামরুজ্জামান হেনার (তায়োই) তানোর-এর এরাজ সরকার ও তার স্ত্রী- মর্জিনাকে তানোরে নিয়ে আসেন এবং তালন্দ ইউনিয়নের মোহর গ্রামের সোনার সরকারের সাথে বিবাহ সম্পন্ন করে দেন।
স্বাধীনতা সংগ্রামের চার বছর পরেই বিধবা হয়ে যান মর্জিনা ব্যাওয়া, একটি ছলে সন্তান নিয়ে শুরু হয় মর্জিনা ব‍্যাওয়ার জীবন যুদ্ধ।
খাস বসতভিটা আর একটি টিনশেডের কুঁড়েঘর ব্যতীত এক শতক চাষাবাদী জমি নেই মর্জিনার। বিধবা মর্জিনা ব‍্যাওয়া দীর্ঘ প্রায় ৩৬ বছর যাবৎ মানুষের গৃহস্থালীতে শ্রোম দিয়ে আয় রোজগার করে খেয়ে- নাখেয়ে নানান দুখ্য- কষ্টে দিনাতিপাত করতে থাকেন।
( মর্জিনা ব‍্যাওয়া তার পিতৃপরিচয় বলতে পারেনা) তিনি এই প্রতিবেদক জানান, স্থানিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, ৮নং ওয়ার্ড সদস্য হজরত আলী ও তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু নিকট শত আবেদন করেও মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পান নাই। তিনি স্থানিয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নিকট একটি ঘর চেয়ে আবেদন করেছেন!

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা