স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে মণিরামপুরের উপর দিয়ে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। এ সময় উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আকবর আলীর ঘরের বারান্দায় খাটে শুয়ে ছিল ৩ জন। ঘরের পাশের একটি নারকেল গাছ ঝড়ে ঘরের চালের উপর পড়ে। ঘরের চালসহ নারকেল গাছের নিচে চাপা পড়ে তারা। আরিফা (১) ও তার নানী পারভীনা (৪২) মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। তাদের দু’জনকে চিকিৎসার জন্য কুয়াদা মুন ক্লিনিকে নিয়ে গেলে ভর্তি করার আগেই দু’জনের মৃত্যু হয়। রাবিয়া সুস্থ্য আছে। আরিফা মণিরামপুর উপজেলা হাজরাকাটি গ্রামের আঃ আজিজ-এর কন্যা। মা রাবিয়ার সাথে ঈদ উপলক্ষে নানা বাড়ি বেড়াতে আসলে এ ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।