পশ্চিমবঙ্গে বিধানসভার ২৯২টি আসনের ভোটগণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২০৭ আসনে এগিয়ে আছে। অন্যদিকে ৮১ আসন রয়েছে বিজেপির। এবারের বিধানসভা নির্বাচনে টালিউড তারকাদের অংশগ্রহণ ছিলো উল্লেখ করার মতো।
আসানসোলের প্রার্থী হয়েছেন অভিনেতী সায়নী ঘোষ। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেলো আসানসোল দক্ষিণ কেন্দ্রে ভোট গণনায় এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পিছিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্য দিকে বাঁকুড়া কেন্দ্রে এগিয়েছেন তৃণমূলের তারকাপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে হাওড়ার শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার আর বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির হয়ে অংশ নিয়েছেন নির্বাচনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭৭ আসনের ভোটগণনা শেষ হলেও তিনজনই ভোটে পিছিয়ে থাকার খবর এসেছে।