স্টাফ রিপোর্টার : সমিতির স্বার্থবিরোধী কাজ এবং ইচ্ছাকৃত সমিতির আইন ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি ব্যবসায়ীদের নিয়ে গঠিত ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সদস্য পদ থেকে উক্ত সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুর রশিদ বিএ কে উক্ত সমিতি থেকে গত১৮ আগস্ট ২০২১ইং তারিখে বহিষ্কার করা হয়েছে। উক্ত বহিষ্কারের কাগজে উক্ত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সমিতির প্যাডের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন এবং উক্ত বহিষ্কারের কাগজটি ডাকযোগে বহিষ্কৃত সদস্য আব্দুর রশিদ বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছে বর্তমান কমিটির নেতৃবৃন্দরা। সেই সাথে আব্দুর রশিদ কতৃর্ক নিজ স্বাক্ষরে উত্তোলনকৃত ৬৫ হাজার ৯৫০ টাকা আগামী ২৫ আগস্ট ২০২১ইং তারিখের মধ্যে সমিতির ব্যাংক একাউন্টের মাধ্যমে ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।