গৃহকর্মীকে পাশবিক নির্যাতন করার অভিযোগে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মূল আসামি গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)।
ভাটারা থানার জোয়ার সাহারার এলএম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক বলেন, গ্রেফতার মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত নির্যাতনের শিকার কুলসুমা। গত বছরের ১২ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে কুলসুমাকে আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে এবং মারধর করে গুরুতর আহত করা হয় ওই বাসায়। এতে কুলসুমা অসুস্থ হয়ে পড়লে ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করে।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।