ব্যাটিং তাণ্ডব চালানো রেগিস চাকাভাকে সাজঘরে ফেরালেন সৌম্য সরকার। আউ হওয়ার আগে মাত্র ২২ বলে ৬টি ছক্কায় ৪৮ রান করেন চাকাভা।
ADVERTISEMENT
দুরন্ত শুরুর পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। তাকে রানের খাতা খোলার সুযোগ দেননি সৌম্য সরকার।
জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন সাইফউদ্দিন। ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৬ ওভারে ৬৩ রানের জুটি গড়ে সাজঘরে ফেনের মারুমানি। সাজঘরে ফেরার আগে ২০ বলে দুই চার ও দুই ছক্কায় ২৭ রান করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে অঘোষিত ফাইনালে একাদশে ফেরা হয়নি দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান ও তারকা ওপেনার লিটন কুমার দাসের।
প্রথম ম্যাচে চোটাক্রান্ত হওয়া লিটনের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন শামিম পাটোয়ারী। সিরিজের তৃতীয় ম্যাচেও তার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
তবে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলা অফ স্পিনার মেহেদি হাসানকে বাদ দিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
আগের দুই ম্যাচে একটি করে জিতেছে উভয় দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারাই জিতবে সিরিজ নিশ্চিত তাদেরই হবে।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝ পথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহেমদ ও শরিফুল ইসলাম।