আব্দুর রাজ্জাক বেলকুচি সিরাজগন্জ :
সিরাজগঞ্জ বেলকুচিতে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ই মে) দুপুর তিন ঘটিকার সময় চালা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংঘর্ষ হয়।
স্থানীয় ও দলীয় নেতা কর্মীর সূত্রে জানা যায় বেলকুচি পৌর মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা দলীয় কার্যালয়ে নেতাকর্মী নিয়ে অবস্থান করছিলেন, কিছুক্ষণ পরেই পুলিশ এবং এমপি আব্দুল মোমিন মন্ডল এর অনুসারীরা পার্টি অফিসে অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত দশ জন আহত হয়।
আহতরা হলেন শিপন (৪৮) , রিপন বাবু (৩৫) মনসুর আহমেদ (২৫) সালাম (২২) নাবিন (২৮)
ছাব্বির (২১) ওমর ফারুক (২২) রতন (২৬)
সাংবাদিক উজ্জ্বল অধিকারী (২৫) এবং বাবু রাজ্জাক।
এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন দুপুর তিনটায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী নিয়ে চা চক্র এবং রাজনৈতিক আলোচনা করতেছিলাম ইতিমধ্যে এমপি আব্দুল মোমিন মন্ডল এর অনুসারীগণ পরিকল্পিতভাবে পিএস সেলিমের নেতৃত্বে বেলকুচি থানার ওসির সহযোগিতায় আমাদের নেতা কর্মীর উপরে সন্ত্রাসী হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন
আজকে আমাদের কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না, মেয়র রেজা আমাদের নেতাকর্মীদের নিয়ে চা চক্র করেছিলেন, কিন্তু এমপির পিএস সেলিম আওয়ামী লীগের প্রোগ্রামের কথা বলে পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী হামলা চালায়।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি আসলাম হোসেনকে বারবার ফোন দিলে ফোন রিসিভ করেননি
এ বিষয়ে ওসি ( তদন্ত) শাহিনুর বলেন
বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই গ্রুপ একসাথে প্রোগ্রাম করা নিয়ে সংঘর্ষ বাদে আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এই নিউজ লেখা পর্যন্ত চর চালা পত্রিকা এজেন্ট দৌলত মন্ডলের বাড়ি, চালা উত্তর যুবলীগ নেতা রিপনের বাড়ি, চরচাল হাবিলের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
কারা ভাংচুর করেছে তাদের নাম জানা যায়নি।