আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বেলকুচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন বেলকুচি বাসীর প্রিয় নেতা বর্তমান পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি আগামী জাতীয় নির্বাচনে, সিরাজগঞ্জ-৫ বেলকুচি,চৌহালী আওয়ামী লীগের দলীয় প্রতিকে নৌকার মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করছেন।
শুক্রবার (৮সেপ্টেম্বার) বিকেলে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোণাবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংযোগ করেন।
এ সময় শাহ আলম সরকারের সভাপতিত্বে আবুজার মাস্টারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক এস এম ফারুক সরকার,সাবেক পৌর কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল,মহিলা কাউন্সিলর উষা বেগম,সমাজ সেবক রাতুল ভূইয়া,বড়ধুল ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল ইসলাম,কোণাবাড়ি গ্রামের বিষিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম,যুবলীগ নেতা নজরুল ইসলা,জয় সরকার প্রমুখ।
এ সময় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বক্তব্যে,
আওয়ামীলীগ সরকারের টানা ১৪ বছরের বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের দৃশ্যমান সাফল্য তুলে ধরেন। তিনি আরও বলেন সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্ব যে উন্নায়নের জোয়ার,দুর্ভাগ্য বর্তমান সংসদ সদস্য বেলকুচি উপজেলার উন্নয়নে ভাগ্য বদলাতে পারেননি,তিনি উন্নয়ন ভাগ্য বদলিয়েছেন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের,তাই আগামী জাতীয় নির্বাচনে এমন একজন ব্যক্তীকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হোক সে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করবে।
আওয়ামী লীগের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করার জন্য সকলকে আহবান জানান।