স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
গাজীপুর জেলা তাঁতীলীগ এর সভাপতি মোঃ নুরুজ্জামান চিশতী গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডে থেকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ক রোপন কর্মসুচী শুরু করেন ৷জননেত্রী মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপন কর্ম সুচীর অংশ হিসাবে গাজীপুর থেকে তিনি শুরু করেছেন ৷ পৃথীবি আজ জলবায়ু পরিবর্তনের প্রথম কারন হয়েছে গাছ কেটে ফেলা ৷ তাতে দিন দিন পৃথীবির জলবায়ু পরিবর্তন হয়ে ভূমিধষ বন্যা অতিবৃষ্টি অনাবৃিস্টি সহ পরিবেশের নানান পরিবর্তন হচ্ছে ৷তাই পৃথীবির রক্ষার জন্য বেশী বেশী গাছ লাগাতে হবে ৷গাছ লাগাছ লাগান পৃথীবি বাচান এই শ্লোগান সামনে নিয়ে মোঃ নুরুজ্জামান চিশতী বৃক্ষরোপন কর্মসুচী শুরু করেন এবং সকল কে বেশী বেশী গাছ লাগাতে পরামর্শ দেন ৷