প্রতিমা দাস, পবিপ্রবি প্রতিনিধিঃ
সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিশ্বসেরা গবেষকদের তালিকা। চলতি বছরে এই তালিকায় স্থান করে নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩ জন শিক্ষক।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের উপর ভিত্তি করে এই তালিকাটি প্রকাশিত হয়েছে। মোট ১২ টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ টি দেশের গবেষকদের নাম প্রকাশিত হয়েছে এডি সায়েন্টিফিক ইনডেক্স ওয়েবসাইটের তালিকায়। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। স্থানপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকও রয়েছেন।
উল্লেখ্য, পবিপ্রবির ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের এগার জন, ফ্যাকাল্টি অফ এ্যানিমাল সাইন্স এন্ড ভেটেনারি মেডিসিনের পাঁচ জন,ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এর দুই জন,ফ্যাকাল্টি অফ বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের এক জন এবং ফ্যাকাল্টি অফ ফিসারিজের চার জন শিক্ষক রয়েছেন। প্রকাশিত তালিকায় পবিপ্রবির ২৩ জন শিক্ষকবৃন্দ হলেন-
ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মোঃ শামসুজ্জামান, ড. মোঃ আব্দুল কাইউম, ড. মুহাম্মাদ আবু সিদ্দিক, ড. ফেরদৌস আহমেদ, ড. এস.এম. হেমায়েত জাহান, ড. নেছার উদ্দিন আহমেদ, ড. শাহ্ মোঃ আশরাফুল ইসলাম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ড. দিব্যেন্দু বিশ্বাস, ড. মিল্টন তালুকদার, ড. মোঃ সাজেদুল হক, ড. মোঃ মায়নুল হাসান, ড. শামীম মিয়া, ড. ফারজানা ইসলাম রুমি, ড. মোঃ আহসানুর রেজা, ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, ড. মোঃ জাহাঙ্গীর কবির সরকার, ড. এস.এম. তাওহিদুল ইসলাম, ড. মোহাম্মদ এনামুল হক কায়েস, ড. মোঃ সেলিম আহাম্মদ, ড. মোঃ মহসীন হোসেন খান,ড. মোহাম্মদ আতিকুর রহমান।