আন্তর্জাতিক ডেস্ক :
আয় কমার পাশাপাশি যখন দৈনন্দিন বাজার-খরচও লাগামছাড়া তখন আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ-এর একটি সমীক্ষা আরও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। গত ২৪ জুন প্রকাশিত এই সমীক্ষায় আইএমএফ বলছে, আগামী এক বছরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গোটা বিশ্বের, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে উঠবে। বুধবার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকায় সুপর্ণ পাঠকের করা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এই সমীক্ষা বলছে, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের পাইকারি বাজারে ইতোমধ্যেই দাম লাগামছাড়া। ভারতে খাদ্যপণ্যের খুচরো মূল্যবৃদ্ধির হার ইতোমধ্যেই ৫ দশমিক ১ শতাংশ ছাড়িয়েছে।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অনেকে লকডাউনকে দায়ী করছেন। আইএমএফ-ও লকডাউনকে একটি কারণ হিসাবে মনে করলেও অন্যতম কারণ হিসাবে মানছে না। তবে তাদের আশঙ্কা লাগামছাড়া খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ব জুড়ে দারিদ্র বাড়বে।
ক্রিশ্চিয়ান বগম্যানসের নেতৃত্বে আইএমএফ-এর গবেষণা বিভাগের এই সমীক্ষা বলছে, লকডাউন, পরিবহণ খরচের লাগামছাড়া বৃদ্ধি আর খাদ্যপণ্যের চাহিদা বাড়ার কারণেই গোটা ২০২১ এবং ২০২২ বিশ্ব জুড়েই খাদ্যপণ্যের দাম বাড়তে থাকবে। চীনের মতো বেশ কয়েকটি দেশের খাদ্যপণ্য প্রয়োজনের থেকে বেশি মজুত করে রাখাকেও এই দাম বাড়ার অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়েছে।