দিনাজপুরের বিরামপুর থানার নবাগত ওসি সুমন কুমার মহন্ত যোগদানের পর সফল অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল, প্রাইভেট কার জব্দ সহ দুইজনকে আটক করেছে। ২৯ মে শনিবার ভোরে মাদক বিরোধী অভিযানে আটক দুইজনকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে ।
সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মে শনিবার ভোরে বিরামপুর থানার নবাগত ওসি সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে সংগীয় ফোর্স সহ থানা পুলিশ দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরের কলাবাগান নামক স্থানে পাকা রাস্তায় অবস্থান নেন। চলমান একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৭-৬০৫২) থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ ভাবে রাখা ৩শ’ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কারটি জব্দ, প্রাইভেট কারের চালক বিরামপুর পৌর এলাকার প্রফেসর পাড়া (বসুন্ধরা) মহল্লার সাইফুল ইসলামের পুত্র সুমন হোসেন(২৯) কে আটক করে।
ওসি সুমন কুমার মহন্ত আরো জানান, প্রাইভেট কারের চালক সুমন হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ফেন্সিডিলের মূল মালিক কাঠলা সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আলমগীর ওরফে আলো (২৬)।
ওসি সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে থানা পুলিশের পৃথক অভিযানে চালিয়ে আলমগীর ওরফে আলোকে কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের নিজ বাড়ী থেকে আটক করেন।
ওসি সুমন কুমার মহন্ত জানিয়েছেন, আটককৃতদের দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।
নবাগত ওসি সুমন কুমার মহন্ত বিরামপুরকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।