স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
শরীয়তপুর, রোববার, ৭ নভেম্বর ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার ৭ নভেম্বর সন্ধ্যায় ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। পরে জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি ফারুক আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট। জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
অতিথি ছিলেন সংগঠনের আজীবন সদস্য মাহফুজ কাদেরী, সাংগঠনিক সম্পাদক সীমা খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, বিএমএসএফ পাবনা জেলা সভাপতি ডা. আব্দুস সালাম খান।
বক্তব্য রাখেন সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সোহাগ খান সুজন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, ভেদরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক নাসির খান, সদস্য সচিব আমান আহমেদ সজিব, সদস্য মনিরুজ্জামান খোকন, সাদ্দাম হোসেন, রুহুল আমিন ও বাবু শিকদার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।