ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত ও পদত্যাগ করার লক্ষ্যে গত ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা এক দফা এক দাবি আন্দোলনের দাবিতে ঢাকা শহরের যে মহা-সমাবেশ সফল করতে চেয়েছিল বিএনপি ও জামায়াত।
তা সফল করতে না পেরে, সারাদেশে যে, একের পর এক হরতাল, অবরোধ দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করছে তা প্রতিহত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা কামরাবাদ ইউনিয়নের হুদুর মোড় এলাকায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণি সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নিদের্শনায়, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক সহযোগিতায়, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বে আগত নেতাকর্মীরা হুদুর মোড় এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করে নয়া বাজার হয়ে হুদুর মোড় এলাকায় এসে আবারও সমবেত হন।
পরে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আব্দুল লতিফ, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম (জিএস),উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ অত্রলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা বলেন, বিএনপি জামায়াতের দেশবিরোধী অপরাজনীতির কোন পেস্ক্রীপশন কাজে আসবেনা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আবারো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে জানান তিনি।